দৈনিক সান্তাহার

সান্তাহারে শিক্ষার্থীদের বৃক্ষরোপন নিয়ে সভা

সান্তাহার ডেস্ক :: সান্তাহারে শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় কলেজের হলরুমে কলেজ কমিটির সভাপতি মাহাবুবুল হাসান মাহাবুবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ওসমান গনি তালুকদার। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজে অধ্যক্ষ আসাদুল হক বেলাল, সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আলহাজ্ব নজরুল ইসলাম, কলেজের সহকারি অধ্যাপক মাসুদ রানা, সাদেকুল ইসলাম, দিলিপ কুমার, রুস্তুম আলী। সভাশেষে প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে নিমগাছের চারা রোপন করেন।

সান্তাহার ডটকম/এমএম/২৮ সেপ্টেম্বর ২০১৯ইং