সান্তাহার ডেস্ক :: সান্তাহার মিশন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ১৯৯১ ব্যাচের বন্ধু ফোরামের তহবিল থেকে বিদ্যালয়ে একটি কম্পিউটার প্রদান করা হয়।
সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেমস ব্রজো মন্ডলের কাছে কম্পিউটার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজিকেল কিস্কু, মি. ভরত কিস্কু, শ্যাম মার্ডী, ববি, চন্দনা এবং ৫ম শ্রেণীর ৯১ ব্যাচের বন্ধু ফোরামের মামুন, আপেল, নাসরিন সুলতানা হীরা, শামস্ হীরা, রোকেয়া, আসাদুল হকসহ আরো অনেকে।
সান্তাহার ডটকম/ইএন/২৬ জুন ২০১৯ইং
Add Comment