দৈনিক সান্তাহার

সান্তাহার-রাজশাহী পর্যন্ত ১ লাখ তালবীজ বপন

সান্তাহার ডেস্ক :: সান্তাহার পৌর এলাকার বশিপুর বাইপাস থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কামারপাড়া পর্যন্ত ১লাখ তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ২৭ সেপ্টেম্বর বেলা ১০টায় বাইপাস সড়কে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যোগে এক লাখ সংগ্রহকৃত তালবীজ মাসব্যাপী বপন কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষানসহ স্থানীয় গন্যম্যান ব্যক্তিরা।

উদ্বোধন শেষে এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, প্রধানমন্ত্রী দেশের পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় বেশী করে বৃক্ষ ও তাল বীজ বপনের নির্দেশ দিয়েছেন। সান্তাহার থেকে রাজশাহী পর্যন্ত তাল গাছ বপন একটি মহৎ উদ্দ্যোগ। এভাবে সারা দেশে তাল গাছ বপন করলে দেশের পরিবেশ ও বজ্রপাত প্রতিরোধে বিশেষ অবদান রাখবে।

সান্তাহার ডটকম/এমএম/২৮ সেপ্টেম্বর ২০১৯ইং