বিবিধ

আমার মা সান্তাহারের মাটিতে ঘুমিয়ে আছে

আমার মা সান্তাহারের মাটিতে ঘুমিয়ে আছে

আমাতুল ফাতিহা :: সান্তাহার নিয়ে লিখতে গেলে কতকিছুই তো মাথায় ঘোরাফেরা করে। আমার জন্ম বগুড়া শহরে হলেও স্কুল সান্তাহার মিশন প্রাথমিক বিদ্যালয়। হালের ড্যাফোডিলস প্রি ক্যাডেট হল আমার নিবাস। ছোটবেলার সেদিনগুলো শীতকালের পাতার মত চোখের সামনে ঝড়ে পড়ছে। স্কুল থেকে বাসার দুরত্ব কম বলে এই রাস্তা সেই রাস্তা ঘুরে বাসায় গিয়ে মা’র বকুনি খেতে মার খেতে কষ্ট ও হত। ফড়িং ধরা, বিপি স্কুলের খোলা মাঠে দৌঁড়ে বেড়ানো। ওয়ার্কশপ মসজিদে আরবি পড়তে যাওয়া, সুন্দর রঙিন ছিল দিনগুলো।

ক্লাশ থ্রিতে পড়ার সময় যখন নওগাঁ চলে গেলাম, তখন মনে হল শিকর থেকে কেউ আমাকে উপড়ে ফেলে দিল। সময়ের আর জীবনের তাগিদে কত জায়গায় গিয়েছি। তবু যখন কেউ জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি কোথায় তখন সান্তাহার এই উত্তরটা বলতে পারলে মনে হয় আমি পৃথিবীর সব সুখ পাই। আমার মা সান্তাহারের মাটিতে ঘুমিয়ে আছে, আমার দাদা, দাদী সবাই সান্তাহারের মাটিতে মিশেছে। ভালবাসি এই ছোট্ট শহর টাকে, খুব বেশি, বারে বারে ফিরে যেতে মন চায়…। লেখক : সহকারী কমিশনার (কর), ৩৩তম বিসিএস

সান্তাহার ডটকম/ইএন/২২ জুন ২০১৯ইং