দৈনিক সান্তাহার

খাড়ি দখল করে নির্মাণ কাজ

Khal santahar

সাগর খান, প্রধান প্রতিবেদক:: সান্তাহারে বৈখাশী চাউল কল নওগাঁর ছোট যমুনা শাখার নদীর হিরামতি খালের শাখা খাড়ি অবৈধভাবে দখল করে ভারি নির্মাণ কাজ করছে বলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছে পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসলাম সিকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁর ছোট যমুনা নদীর শাখা নদীর হিরামতি খালের শাখা সান্তাহার খাড়ি খালটি সান্তাহার বৈখাশী চাউল কল খালটি দখল করে অবৈধভাবে ভারি নির্মাণ কাজ করছে এবং খালটিতে বিভিন্ন রকমের বর্জ্য নির্গত করে ঐতিহ্যবাহী রক্তদহ বিলের মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে।
সান্তাহার ডটকম/ইএন/সাগর খান/২৫ আগস্ট ২০১৬ইং