সান্তাহার ডেস্ক :: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নলডাঙ্গা স্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাহেরা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
সান্তাহার রেলওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, শাহেরা রাজশাহীর বাগমারার অর্জুনপাড়া গ্রামের দুবাইপ্রবাসী ছিদ্দিকুর রহমানের স্ত্রী। ট্রেনের অপেক্ষায় শাহেরা শনিবার সকাল থেকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে বসে ছিলেন। দুপুর দেড়টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা আন্তনগর এক্সপ্রেস নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণে পৌঁছালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সান্তাহার ডটকম/ ৩০ আগস্ট ২০২০ইং/এমএম
Add Comment