দৈনিক সান্তাহার

সান্তাহারে তরমুজের দাম কম হওয়ায় ক্রেতা বেশি

Santahar News-01

বগুড়ার সান্তাহারে গ্রীষ্মকালীন মৌসুমি ফল তরমুজ প্রচুর পরিমান বাজারে আসতে শুরু করেছে সেই সাথে তরমুজের দামও হাতের নাগালে রয়েছে। দাম কম হওয়ায় ক্রেতারা ইচ্ছে মত তরমুজ কিনতে দেখা যাচ্ছে। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৮ টাকা কেজিতে। যা সাধারন মানুষের পক্ষে কিনে খাওয়া সহজ হয়ে পড়েছে। গ্রীষ্মকালীন একটি জনপ্রিয় ফল তরমুজ। এটি শুধু শীতল কারক, তৃষ্ণা নিবারক ও প্রশান্তি দায়কই নয়, চিকিৎসকদের মতে তরমুজে সাইট্রুলিন নাইট্রিক অক্সাইড উৎপাদন করে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। টিউমারের বৃদ্ধি হ্রাস করে, ক্যান্সারের ঝুঁকি কমায় এবং এর বিটা ক্যারোটিন হৃদযন্ত্রের শক্তি ও কার্য ক্ষমতা বৃদ্ধি করে। হার্ট এ্যাটাক ও ষ্ট্রোক প্রতিহত করে। সান্তাহারে সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক মতিউর রহমান টিটু জানান,বর্তমান বাজারে তরমুজের দাম কম হওয়ায় আমি সহ সাধারন মানুষ সহজে কিনে খেতে পারছে। সান্তাহার রেলগেটের তরমুজ ব্যবসায়ী রবিউল ইসলাম রাঙ্গা জানায়, বর্তমান বাজারে বরিশাল, কুয়াকাটা জেলার মোকাম থেকে কালো ও বাংলা লিংক জাতের এই তরমুজ কিনতে হচ্ছে। পরিবহন খরচ আগের তুলনাই অনেক বেশী হলেও আমরা সাধারন ক্রেতাদের সুবিধার্থে সীমিত লাভেই তরমুজ বিক্রয় করছি। তবে বৈশাখ মাস থেকে নাটোর ও নওগাঁর সাপাহার সহ আশেপাশের জেলা থেকে তরমুজ বাজারে আসলে দাম আরোও কমে যাবে। ওই ব্যবসায়ী আরোও জানায় বর্তমান বাজারে তরমুজের বেচা-কেনা আগের চেয়ে অনেক গুন বেড়েছে।
সান্তাহার ডটকম/সাগরখান/১৫-০৪-২০১৬ইং