সান্তাহার পৌরসভা

সান্তাহারে ১ হাজার ৫৭০ সদস্য পেল পারভীনের উপহার

সান্তাহার ডেস্ক :: সান্তাহারে করোনায় কর্মহীন হয়ে পড়া ১৫৭০ জন সদস্যের মাঝে পারভীন সমাজ কল্যান সংস্থা উপহার সামগ্রী প্রদান করেছে। গত রবিবার দিনব্যাপী সান্তাহার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে মহিলা কেন্দ্রের এসব সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

জনসমাগম না করে সামাজীক দূরত্ব মেনে সান্তাহার শাখার ব্যবস্থাপক মাসুদ রানা প্রতিটি সদস্যের হাতে এসব সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে প্রতি সদস্যর জন্য ছিলো আটা, ডাল, তেল, লবন, সাবান ইত্যাদি।

সান্তাহার ডটকম/১৭ জুন ২০২০ইং/এমএম