সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে দূরত্ব বজায় রাখতে বৃত্ত

তরিকুল ইসলাম জেন্টু :: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমের পর এবার সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে বৃত্তাকার চিহ্ন এঁকে দিল ব্র্যাক। মঙ্গলবার সকাল থেকে উপজেলা বাসস্ট্যান্ড চত্বর, হাটবাজার এলাকা, উপজেলা ও ইউপি পরিষদ চত্বরে বেশ কিছু ওষুধ ও নিত্যপণ্যের দোকানগুলোর সামনে এই বৃত্ত আঁকা হয়েছে।

আদমদীঘির ব্র্যাক এরিয়া অফিসের দাবীর এরিয়া ম্যানেজার মহাতাব হোসেন বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রমের পর মঙ্গলবার সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বাজার করার জন্য সকল কাঁচাবাজারসহ ঔষধের দোকানের সামনে বৃত্তাকার চিহ্ন অঙ্কন করা হচ্ছে। জনগণের সেবায় আদমদীঘির ব্র্যাক এরিয়া অফিসের এসব উদ্যােগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী, ক্রেতা ও ব্যবসায়ীরা।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘির ব্র্যাক এরিয়া অফিসের প্রগতির এএম হারুন-অর রশিদ, উপজেলা হিসাব ব্যবস্থাপক শাহাবুল ইসলাম, দাবী বিএম সফিউল ইসলাম, বিএম বিসিইউপি সুকুমার চন্দ্র সরকারসহ আরো অনেকে।

সান্তাহার ডটকম/৩১ মার্চ ২০২০ইং/ইএন